
গত সপ্তাহের শুক্রবার (১৩ জুন) থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় ইরানে নিহতের সংখ্যা ৬০০ ছাড়িয়েছে। হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও ক্ষয়ক্ষতি এবং হতাহতের সঠিক চিত্র উঠে আসছে নানা সূত্রে ভিন্ন ভিন্নভাবে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়, এখন পর্যন্ত ইরানে কমপক্ষে ৪৩০ জন নিহত এবং ৩ হাজার ৫০০ জন আহত হয়েছেন।
ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, স্থানীয় সময় রোববার (১৫ জুন) পর্যন্ত সংঘাতে ২২৪ জনের মৃত্যু হয়েছে। তবে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি (HRANA) শুক্রবার (২০ জুন) দাবি করে, এ সংখ্যা আরও বেশি—৬৫৭ জন নিহত।
অন্যদিকে, ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটিতে এখন পর্যন্ত ২৫ জন নিহত হয়েছেন, যার মধ্যে একজন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। এছাড়া ২ হাজার ৫১৭ জন আহত হয়েছেন বলে জানানো হয়।
উল্লেখ্য, ১৩ জুন থেকে ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় ধারাবাহিক হামলা শুরু করে। এর জবাবে ইরানও পাল্টা প্রতিরোধমূলক হামলা চালায়, যার ফলে মধ্যপ্রাচ্যে সংঘাত আরও তীব্র রূপ নিয়েছে।