
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক সভায় বক্তব্য রাখতে গিয়ে ইসরায়েলকে ‘মধ্যপ্রাচ্যে সন্ত্রাসের উৎস’ বলে ভুল করেছেন জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত চার্জ ডি অ্যাফেয়ার্স ডরোথি শিয়া। তবে দ্রুত ভুল সংশোধন করে তিনি ‘ইরান’কে এই অঞ্চলে অস্থিরতা, সন্ত্রাস ও দুর্ভোগের মূল উৎস হিসেবে আখ্যা দেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে শনিবার (২১ জুন) এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, বক্তব্যের এক পর্যায়ে ডরোথি শিয়া বলেন, “ইসরায়েল…,” এরপর থেমে গিয়ে পুনরায় শুরু করেন, “ইরান সরকার এই অঞ্চলে বিশৃঙ্খলা, সন্ত্রাস ও দুর্ভোগ ছড়িয়েছে।” তিনি জি-৭ নেতাদের বক্তব্যকে উদ্ধৃত করে বলেন, “ইরানই হলো মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা ও সন্ত্রাসের প্রধান উৎস।”
তিনি আরও বলেন, “যদিও যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাম্প্রতিক হামলায় সরাসরি জড়িত ছিল না, তবুও কোনো সন্দেহ নেই যে আমরা ইসরায়েলের পাশে আছি এবং ইরানের পরমাণু উচ্চাভিলাষের বিরুদ্ধে তাদের পদক্ষেপকে সমর্থন করি।”
ডরোথি শিয়া দাবি করেন, ইরানের কাছে বর্তমানে পরমাণু অস্ত্র তৈরির প্রয়োজনীয় সব উপাদান রয়েছে, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য ‘অগ্রহণযোগ্য’। তিনি নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানান, যেন তারা ইরানকে পরমাণু উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ করার আহ্বান জানায়—যাতে আর কোনো ধ্বংসযজ্ঞ না ঘটে।
প্রসঙ্গত, ১৩ জুন থেকে ইসরায়েল একাধিকবার ইরানের সামরিক ও পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছে। এর জবাবে ইরানও পাল্টা প্রতিশোধমূলক হামলা চালায়, যার ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে।