
উত্তর কোরিয়া রাজধানী পিয়ংইয়ংয়ের সুনান এলাকা থেকে উত্তর-পশ্চিম দিকে ১০টির অধিক রকেট নিক্ষেপ করেছে। বৃহস্পতিবার (১৯ জুন) এই রকেটগুলো ছোড়া হয় বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী। খবর রয়টার্স ও ইয়োনহাপ বার্তা সংস্থার।
দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপ জানায়, রকেটগুলো উপকূলীয় এলাকাগুলোর দিকে নিক্ষেপ করা হয়। তবে এসব রকেটের ধরন ও সক্ষমতা সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো বিষয়টি বিশ্লেষণ করছে।
ওয়াশিংটন ও সিউল হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, যেকোনো ধরনের হামলা বা উসকানির উপযুক্ত জবাব দিতে প্রস্তুত রয়েছে দক্ষিণ কোরিয়া।
উল্লেখ্য, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুযায়ী, উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহারে নিষেধাজ্ঞা রয়েছে। তবে দেশটি বারবার সেই নিষেধাজ্ঞা লঙ্ঘন করে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে আসছে।
এদিকে, দক্ষিণ কোরিয়ার ইংরেজি দৈনিক কোরিয়া হেরাল্ড জানায়, উত্তর কোরিয়ার এই রকেট হামলার ঘটনা ঘটে দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র ও জাপানের মধ্যে অনুষ্ঠিত একটি ত্রিপাক্ষিক আকাশ মহড়ার একদিন পর। ওই মহড়ার লক্ষ্য ছিল তিন দেশের নিরাপত্তা সহযোগিতা আরও শক্তিশালী করা।