
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে পুনর্বাসনে ভারতের নীতিনির্ধারকেরা নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
শুক্রবার (২০ জুন) দুপুরে পাবনার চাটমোহরে প্রবীণ বিএনপি নেতা আবু তাহের ঠাকুরকে দেখতে গেলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। এসময় তিনি আবু তাহেরের চিকিৎসার জন্য আর্থিক অনুদানও প্রদান করেন।
রুহুল কবির রিজভী বলেন, “ছাত্র ও জনগণের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারত তাদের পুনর্বাসনে নানা রকম ষড়যন্ত্র করছে। শেখ হাসিনার পতন তাদের সহ্য হচ্ছে না। বিশেষ করে লন্ডনে বিএনপির প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠকের পর থেকেই তারেক রহমানকে ঘিরে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে।”
তিনি আরও বলেন, “এই ষড়যন্ত্র থেমে নেই। গত ১৬ বছরে আওয়ামী দুঃশাসনের সময়ে তৃণমূল থেকে জাতীয় পর্যায়ের বহু নেতা-কর্মী গুম হয়েছেন। হাজারো কর্মী এখনও হয়রানি, মামলা ও গ্রেফতারের শিকার হচ্ছেন। সেই ফ্যাসিবাদের দিনগুলো ছিল জাতির জন্য এক দুঃস্বপ্ন।”