ইরানের পাল্টা ক্ষেপ’ণাস্ত্র হামলায় কেঁপে উঠল ইস’রায়েল, ক্ষতিগ্রস্ত বহু এলাকা

ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠেছে ইসরায়েলের দক্ষিণাঞ্চল। দফায় দফায় চালানো এই হামলায় বিস্ফোরণে প্রকম্পিত হয় বিরশেবার একাধিক আবাসিক এলাকা। বেশ কিছু বাড়িঘর ও যানবাহন আগুনে পুড়ে গেছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

শুক্রবার (২০ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো সরাসরি আঘাত হানে লক্ষ্যবস্তুতে। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হামলাটি প্রতিহত করতে ব্যর্থ হয় বলে জানিয়েছে আইডিএফ (ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী)। বিস্ফোরণের পর আগুন ধরে যায় একাধিক স্থানে, বিশেষ করে গাড়ি ও আবাসিক ভবনে। বন্ধ করে দেওয়া হয়েছে স্থানীয় একটি ট্রেন স্টেশন। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে উদ্ধারকর্মীরা।

এর কিছু সময় আগেই ইরানের বিভিন্ন স্থানে হামলা চালায় ইসরায়েল। আইডিএফ জানায়, ইরানজুড়ে ৬০টিরও বেশি যুদ্ধবিমান দিয়ে হামলা চালানো হয়, ফেলা হয় প্রায় ১২০টি বোমা। লক্ষ্য করা হয় রাজধানী তেহরানে অবস্থিত ইরানের বিশেষ বাহিনীর সদর দপ্তরসহ ক্ষেপণাস্ত্র উৎপাদন কারখানা।

ইসরায়েল আরও দাবি করেছে, তারা কেবল যুদ্ধবিমানই নয়, সারফেস-টু-সারফেস মিসাইল দিয়েও আঘাত হেনেছে। হামলা চালানো হয় ইসফাহান, ক্যাস্পিয়ান সাগর ঘেঁষা উপকূলীয় শিল্প এলাকা এবং উত্তরাঞ্চলীয় রাশত শহরেও, যেখানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

তীব্র এই পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বেড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *