
জি-সেভেন সম্মেলন, কানাডা: ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান সংঘাত নিরসনে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন।
জি-সেভেন সম্মেলনের এক পার্শ্ব আলোচনায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ম্যাকরন বলেন, “আমি কিছুক্ষণ আগে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলেছি। তিনি ইঙ্গিত দিয়েছেন যে ইরান-ইসরায়েল পরিস্থিতি নিয়ে আলোচনা চলছে, যা একটি ইতিবাচক দিক।”
তিনি আরও জানান, তেহরান ও তেলআবিবের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের পরমাণু আলোচনা পুনরায় শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এ লক্ষ্যে ইরান ও ইসরায়েল—উভয় পক্ষের সঙ্গে যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই সংলাপে রয়েছে বলে মন্তব্য করেন ফরাসি প্রেসিডেন্ট।
ম্যাকরন বলেন, “যদি যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি কার্যকরের উদ্যোগ নেয়, ফ্রান্স তাতে সমর্থন দেবে। এই মুহূর্তে উভয় পক্ষের সব ধরনের আক্রমণ বন্ধ করা অত্যন্ত জরুরি।”