
এইচএসসি পরীক্ষায় নির্ধারিত ক্যালকুলেটরের মডেল প্রকাশ
আসন্ন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় পরীক্ষার্থীরা কোন কোন মডেলের ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন, তা নির্ধারণ করে দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।
সোমবার (১৬ জুন) শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস. এম. কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখিত অনুমোদিত ক্যালকুলেটরের মডেলগুলো হলো:
- FX-100MS
- FX-991ES
- FX-570MS
- FX-82MS
- FX-991EX
- FX-991MS

তবে এসব নির্ধারিত মডেলের পাশাপাশি পরীক্ষার্থীরা সাধারণ ক্যালকুলেটরও ব্যবহার করতে পারবেন বলে জানিয়েছে শিক্ষা বোর্ড।
উল্লেখ্য, বোর্ড কর্তৃক ঘোষিত সময়সূচি অনুযায়ী, এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে আগামী ২৬ জুন এবং চলবে ১০ আগস্ট পর্যন্ত। এরপর ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১১ থেকে ২১ আগস্ট পর্যন্ত।