ইরানকে আরও শক্তিশালী হামলার হুঁশিয়ারি নেতা’নিয়াহুর, বললেন ‘এখনো কিছুই দেখেনি তেহরান’

ইরানের সামরিক ও পরমাণু স্থাপনায় হামলার পর পাল্টা হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, ইরানের শাসনব্যবস্থার প্রতিটি লক্ষ্যবস্তুতে আঘাত হানবে ইসরায়েল। এই হুঁশিয়ারি দেন তিনি শনিবার (১৪ জুন) এক ভিডিও বার্তায়। খবর দ্য গার্ডিয়ানের।

নেতানিয়াহু বলেন, “তারা (ইরান) যা দেখেছে, তার তুলনায় সামনে যা আসছে, তা আরও অনেক শক্তিশালী হবে। ইসরায়েলের হামলায় ইতোমধ্যেই ইরানের পারমাণবিক কর্মসূচি কয়েক বছরের জন্য পেছনে পড়ে গেছে।”

তিনি আরও জানান, ইসরায়েলি বাহিনী বর্তমানে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতাও ধ্বংস করছে।

এর আগে শুক্রবার (১৩ জুন) ভোররাতে ইসরায়েল বিমান হামলা চালায় তেহরানসহ ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর সদর দফতরে। হামলার সময় ভবনে উপস্থিত ছিলেন আইআরজিসির প্রধানসহ অন্যান্য শীর্ষ কমান্ডাররা।

এছাড়াও একযোগে হামলা চালানো হয় ইরানের একাধিক গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি এবং পরমাণু গবেষণাগারে। এতে অন্তত ছয়জন ইরানি পরমাণুবিজ্ঞানী নিহত হন।

পাল্টা জবাবে শুক্রবার রাতেই ইরান থেকে ইসরায়েলে ছোড়া হয় একাধিক ক্ষেপণাস্ত্র। বিবিসি জানিয়েছে, এতে এখন পর্যন্ত দুইজন নিহত এবং অন্তত ৬৩ জন আহত হয়েছেন।

চলমান এই উত্তেজনায় মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সংঘাতের আশঙ্কা করছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *