নির্বাচন বিলম্ব নয়, ৩১ দফা অনুসরণে সংস্কার সম্ভব: অন্তর্বর্তী সরকারকে বিএনপির দুলু

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে দ্রুত নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেন, “বিএনপি নির্বাচন চায়। নির্বাচন দ্রুত দিতে হবে। জনগণের ভোটে যে দল ক্ষমতায় আসবে, তারাই প্রয়োজনীয় সংস্কার করবে।”

শনিবার (১৪ জুন) বিকেলে নাটোরের বনপাড়া বাইপাস মোড়ে স্থানীয় যুবদলের আয়োজনে বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও পথসভায় এসব মন্তব্য করেন তিনি।

দুলু বলেন, “বর্তমানে যেভাবে রাজনৈতিক সংস্কারের সুপারিশ চাওয়া হচ্ছে, তা অনর্থক। সংস্কারের কথা বলে শুধু নির্বাচন বিলম্বিত করা হচ্ছে। অথচ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে ৩১ দফা দিয়েছেন, তা অনুসরণ করলেই প্রকৃত সংস্কার সম্ভব।”

তিনি আরও বলেন, “২০২২ সালেই তারেক রহমান ৩১ দফা দিয়েছিলেন। তিনি স্পষ্ট করেছিলেন—বিএনপি ক্ষমতায় গেলে এই ৩১ দফার ভিত্তিতেই দেশ পরিচালনা করা হবে। এটি দেশের মানুষের মুক্তির সনদ।”

দুলুর দাবি, “বিএনপি ক্ষমতায় গেলে এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হলে দেশের কৃষক, শ্রমিক, আইনজীবী, বিচার বিভাগ, গণতন্ত্রসহ সব ক্ষেত্রেই পরিবর্তন আসবে—এই ৩১ দফার মধ্যেই তার প্রতিফলন রয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *