
আগামী সোমবার (১৬ জুন) সকাল থেকে দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। আজ শনিবার (১৪ জুন) অধিদফতরের আবহাওয়াবিদ মো. শাহীনুর ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সতর্কবার্তা জারি করা হয়।
‘ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা’ শিরোনামের ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে ১৬ জুন সকাল ১০টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টা চট্টগ্রাম, বরিশাল, খুলনা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট ও ঢাকা বিভাগের কিছু কিছু এলাকায় ভারী (৪৪-৮৮ মি.মি.) অথবা অতি ভারী (৮৯ মিলিমিটার বা তার বেশি) বৃষ্টিপাত হতে পারে।
এছাড়াও, অতি ভারী বৃষ্টিপাতের ফলে রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকাগুলোতে কোথাও কোথাও ভূমিধসের ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছে অধিদফতর। চট্টগ্রাম মহানগরীর কিছু এলাকায় অস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার সম্ভাবনার কথাও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।
আবহাওয়া অধিদফতর সকলকে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে।