মানিকগঞ্জ-২ আসনে জাতীয় পার্টির প্রার্থিতা পুনর্বহালের নির্দেশ

মানিকগঞ্জ-২ সংসদীয় আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য এস এম আব্দুল মান্নানের প্রার্থিতা পুনর্বহালের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (১৪ জানুয়ারি) হাইকোর্টের দেয়া রায়ে তার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। একই সঙ্গে জেলা রিটার্নিং কর্মকর্তাকে প্রতীক বরাদ্দের নির্দেশ দেন।

এর আগে, গত ৪ জানুয়ারি বিভিন্ন জটিলতার কথা উল্লেখ করে মানিকগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা নাজমুন আরা সুলতানা মনোনয়ন বাতিল করেন। এরপর নির্বাচন কমিশনে আপিল করলে ১২ জানুয়ারি শুনানিতেও এস.এম আব্দুল মান্নানের মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি হাইকোর্টে রিট আবেদন করেন।

বুধবার হাইকোর্টের বিচারক রাজিক-আল জলিল ও বিচারপতি আনোয়ারুল ইসলামের যৌথ বেঞ্চে শুনানী অনুষ্ঠিত হয়। এস.এম আব্দুল মান্নানের পক্ষে শুনানীতে অংশ নেন ব্যারিষ্টার শামীম হায়দার পাটওয়ারী এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোঃ আহসান হাবিব এবং সাদিয়া আফরীন শাপলাসহ আরও চারজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *