৭ জেলায় বন্যার শঙ্কা

ভারী বৃষ্টির কারণে দেশের সাত জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা করেছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল ৯টার তথ্য অনুযায়ী, চট্টগ্রাম, রংপুর ও ময়মনসিংহ বিভাগের কয়েকটি নদ-নদীর পানি সমতল বেড়েছে।

চট্টগ্রাম বিভাগের মুহুরী, সেলোনিয়া ও ফেনী নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। এতে ফেনী ও চট্টগ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

রংপুর বিভাগের তিস্তা নদীর পানি সতর্কসীমায় পৌঁছাতে পারে, ফলে লালমনিরহাট ও নীলফামারীর নিম্নাঞ্চল ডুবে যেতে পারে। এছাড়া ময়মনসিংহ বিভাগের সোমেশ্বরী, ভুগাই ও কংস নদীর পানি বাড়তে পারে, যা শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনার নিম্নাঞ্চলে বন্যার কারণ হতে পারে।

এছাড়া বরিশাল, খুলনা ও চট্টগ্রাম উপকূলীয় এলাকায় স্বাভাবিকের চেয়ে উঁচু জোয়ার দেখা দিতে পারে।

অন্যদিকে, বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে রূপ নিয়েছে। এটি আজ রাতের মধ্যে ভারতের উড়িষ্যা-অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *