‘৫২২ ঘন্টা হলেও কিছু করার নাই’ – তারেককে ইসি সচিব

নিবন্ধন না পাওয়ায় আমজনতা পার্টির সভাপতি তারেক রহমান অনশন শুরু করেছেন। শনিবার (৯ নভেম্বর) দুপুরে নির্বাচন কমিশন ভবনের সামনে তিনি এ অনশন শুরু করেন।

তারেক রহমান অভিযোগ করেন, নির্বাচন কমিশন রাজনৈতিক উদ্দেশ্যে তাদের দলের নিবন্ধন আবেদন বাতিল করেছে। তিনি বলেন, “আমরা সব শর্ত পূরণ করেছি। তবুও ইসি আমাদের আবেদন গ্রহণ করেনি। এটা অন্যায় সিদ্ধান্ত।”

এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনের সচিব জাহাংগীর আলম বলেন, “নিবন্ধনের বিষয়ে কমিশন তার সিদ্ধান্ত দিয়েছে। এখন কেউ অনশন করলে সেটি তার ব্যক্তিগত সিদ্ধান্ত। ৫২২ ঘণ্টা হলেও কিছু করার নেই, নিয়মের বাইরে গিয়ে কমিশনের কিছু করার সুযোগ নেই।”

উল্লেখ্য, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন দলগুলো নিবন্ধনের জন্য আবেদন করেছিল। যাচাই-বাছাই শেষে ইসি সম্প্রতি ১২টি দলের আবেদন বাতিল করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *