
রাজশাহীর বাঘা উপজেলার এক কিটনাশক ব্যবসায়ীর কাছ থেকে তিন লাখ টাকা চাঁদা নেওয়া ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রেজাউল করিমের বিরুদ্ধে।
ভুক্তভোগী ব্যবসায়ী মো. রবিউল হাসান জানান, আদালতের নির্দেশে পূর্বের একটি জের মামলা নিষ্পত্তি হওয়ার পরও রেজাউল করিম পূর্ব শত্রুতার জেরে তার কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে একাধিকবার প্রাণনাশের হুমকি দেন তিনি।
রবিউল আরও অভিযোগ করেন, হুমকি দিয়ে ইতোমধ্যে ব্যাংকের মাধ্যমে এক লাখ টাকা এবং নগদ দুই লাখ টাকা আদায় করেছেন রেজাউল করিম। এ সংক্রান্ত অডিও প্রমাণ তার মোবাইলে সংরক্ষিত রয়েছে বলেও দাবি করেন তিনি।
এ বিষয়ে মন্তব্য নিতে সাংবাদিকরা রেজাউল করিমের সঙ্গে যোগাযোগ করলে তিনি অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং বলেন, “চাঁদা নিয়েছি, আপনার কাছ থেকেও নেবো।”