
আগামী ২৪ ঘণ্টার মধ্যে ওসমান হাদি হত্যার বিচারের অগ্রগতি সরকার যদি না জানায় তাহলে আগামীকাল আবারও শাহবাগ অবরোধের ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। এ সময় শহবাগ ছাড়েন আন্দোলনকারীরা। পরবর্তীতে বন্ধ থাকা যান চলাচল শুরু হয়
শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে শাহবাগের জমায়েত থেকে এমন ঘোষণা দেন তিনি। জানান, দাবি না মানা হলে আগামীকাল বিকেল সোয়া পাঁচটায় আবার শাহবাগ অবরোধ হবে।