
দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ আবারও উদ্বেগজনক হারে বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সোমবার (১৪ জুলাই) প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৩৩০ জন এবং মারা গেছেন ২ জন। আগের দিন আক্রান্তের সংখ্যা ছিল ৪২০ এবং মৃত্যু ছিল ১ জনের। চলতি সপ্তাহেই ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৩৩০ জন এবং মৃত্যুবরণ করেছেন ২ জন। ২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫,২১০ জনে এবং মৃত্যু হয়েছে ৫৮ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের লিঙ্গভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, রোগীদের মধ্যে ৫০.৬ শতাংশ নারী এবং ৪৯.৪ শতাংশ পুরুষ। বিশেষজ্ঞরা বলছেন, বর্ষার এই সময়ে মশার প্রজননের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি হওয়ায় ডেঙ্গুর ঝুঁকি বেড়েছে। জমে থাকা পানি, নোংরা ড্রেন, ফুলের টব, ফ্রিজের নিচে বা নির্মাণাধীন ভবনের কোণায় জমে থাকা পানি থেকেই মশা বংশবিস্তার করে।
বিশেষজ্ঞদের পরামর্শ, ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তি ও সমাজ—উভয় পর্যায়ে সচেতনতা বাড়ানো দরকার। ঘরবাড়ির আশপাশ নিয়মিত পরিষ্কার রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং মশারি ও প্রতিরোধমূলক স্প্রে ব্যবহারে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তারা। ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ডেঙ্গুর সংক্রমণ বাড়তে থাকায় এখনই কার্যকর উদ্যোগ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্য সংশ্লিষ্টরা।