
ঢাকা, ১৩ জুন —
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দুইজন নারী মারা গেছেন। একই সময়ে ১৭৪টি নমুনা পরীক্ষায় ১৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
শুক্রবার (১৩ জুন) সকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নিহতদের একজনের বয়স ২১-৩০ বছর এবং অপরজনের বয়স ৮১-৯০ বছর। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২৯ হাজার ৫০২ জনে। এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ২০ লাখ ৫১ হাজার ৮০০।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বৃহস্পতিবার (১২ জুন) সকাল ৮টা থেকে শুক্রবার (১৩ জুন) সকাল ৮টা পর্যন্ত সময়ে ১৭৪টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে ৮.৬২ শতাংশ। একই সময়ে সুস্থ হয়েছেন ৩ জন।
উল্লেখ্য, এর আগে সর্বশেষ গত ৫ জুন করোনায় একজনের মৃত্যু হয়েছিল।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা এখনো সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন।