
নির্বাসনে কোনো জোট বা আসন-সমঝোতায় অংশগ্রহণ করবে না হেফাজতে ইসলাম — এমন মন্তব্য করেছেন সংগঠনের যুগ্ম মহাসচিব মামুনুল হক। সোমবার (১৩ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
মামুনুল উল্লেখ করেন, জামায়াতে ইসলামী সম্পর্কে হেফাজত আমিরের দেওয়া বক্তব্য ব্যক্তিগত মনোভাব; হেফাজত নিজে সম্পূর্ণ অরাজনীতিক সংগঠন। তাই জাতীয় নির্বাচনে সংগঠনটি কোনো জোট বা আসন-সমঝোতায় যাবেনা।
সম্প্রতি বিভিন্ন মাজারে সংঘটিত হামলা নিয়ে হেফাজতের অবস্থান জানতে চাইলে নেতারা জানান, এ ধরনের ঘটনা কাম্য নয় এবং হেফাজত কোনোভাবেই এর সমর্থন করে না। তারা লিখিত বক্তব্যে আরও বলেন, ধর্ম অবমাননার আশ্রয় নিয়ে বিদেশে আশ্রয় নেওয়ার চেষ্টা হচ্ছে; কেউ যেন অবৈধ সুবিধা নিতে না পারে সেজন্য কঠোর আইন প্রণয়নের দাবি জানানো হচ্ছে।
শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে সঙ্গীত শিক্ষক নিয়োগের বিধিমালা বাতিলের দাবি জানিয়েছে হেফাজত। এছাড়া তারা রাষ্ট্রীয়ভাবে ৫ মে’কে ‘শাপলা গণহত্যা দিবস’ হিসেবে স্বীকৃতি দেয়ার দাবি তুলেছে। প্রকাশিত দাবি পূরণে ব্যর্থ হলে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারিও দেয়া হয়েছে।