
কক্সবাজারের হিমছড়ি সমুদ্র সৈকতে বেড়াতে গিয়ে প্রাণ হারালেন এক ব্যক্তি, নিখোঁজ রয়েছেন আরও দুইজন। মঙ্গলবার (৮ জুলাই) ভোরবেলা এই মর্মান্তিক ঘটনা ঘটে। কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম জানান, ভোরে পাঁচজন পর্যটক সৈকতে ঘুরতে গেলে তাদের মধ্যে তিনজন গোসলে নামেন। হঠাৎ করে সমুদ্রের প্রবল স্রোতে তারা তিনজনই ভেসে যান।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধার প্রচেষ্টা চালায় এবং এক পর্যটকের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়। তবে এখনো নিখোঁজ রয়েছেন বাকি দুইজন। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে, তবে উত্তাল সাগরপৃষ্ঠের কারণে কাজ ব্যাহত হচ্ছে। এখনো নিহত ও নিখোঁজদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনার পর সৈকতে সতর্কতা জোরদার করার আহ্বান জানিয়েছেন স্থানীয় প্রশাসন।