
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘হিন্দুদের ভাগ্যোন্নয়ন ও অবকাঠামো উন্নয়নে দেশে ইসলামী সরকার প্রয়োজন। আমরা ক্ষমতায় গেলে প্রয়োজনে ইসলামী সরকার গঠন করব।’ এবার হিন্দু যুবকরা দাঁড়িপাল্লার পক্ষে জোয়ার তুলবে বলেও আশা প্রকাশ করেন এই জামায়াত নেতা।
শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলা স্বাধীনতা চত্বরে উপজেলা জামায়াতে ইসলামীর সনাতন শাখার আয়োজিত এক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গোলাম পরওয়ার বলেন, ‘স্বাধীনতার পর থেকে সব সরকারই হিন্দুদের ব্যবহার করে নিজেদের ভাগ্য পরিবর্তন করেছে। এবার তাই হিন্দুদের ভাগ্যোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে ইসলামী সরকার প্রয়োজন। যারা দাঁড়িপাল্লার জোয়ার দেখে হিন্দুদের ভয়-হুমকি দিচ্ছে, তাদের হুমকিতে এবার হিন্দুরা ভয় পাবে না। হিন্দুদের কেউ বাধা দিলে জনগণ প্রতিরোধ গড়ে তুলবে।’