
নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি জানান, খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানও এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
এর আগে গত মাসেও শারীরিক জটিলতার কারণে একই হাসপাতালে ভর্তি করা হয়েছিল খালেদা জিয়াকে। দীর্ঘদিন ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছেন সাবেক এই প্রধানমন্ত্রী। এর আগেও একাধিকবার তাকে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয়েছে।
উল্লেখ্য, চলতি বছরেই লন্ডনে চিকিৎসা শেষে দেশে ফিরে আসেন খালেদা জিয়া। বর্তমানে চিকিৎসকদের পরামর্শে তিনি গুলশানের বাসভবন ‘ফিরোজা’-তে বিশ্রামে আছেন।