
ঢাকা, ১০ জুন — রাজধানীর হাজারীবাগে মাটির নিচ থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১০ জুন) হাজারীবাগ সালাম সর্দার রোডের বালুর মাঠের উত্তর পাশ থেকে এই মরদেহটি খুঁড়ে বের করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। মৃত নবজাতকের বয়স আনুমানিক একদিন হবে বলে ধারণা করা হচ্ছে।
একটি সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ভোরের দিকে এক নারী ও এক পুরুষ বালতিতে করে মৃত নবজাতকটিকে মাটির নিচে চাপা দিয়ে চলে যায়। স্থানীয়রা ঘটনাটি সিসিটিভিতে দেখে দ্রুত পুলিশকে অবহিত করেন।
এখনও ঘটনার পেছনের কারণ ও অভিযুক্তদের পরিচয় সম্পর্কে পুলিশ অনুসন্ধান চালাচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।