
হবিগঞ্জ, ৬ জুন ২০২৫ — পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির গরু ও চামড়ার চোরাচালান প্রতিরোধে প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। হবিগঞ্জে বাংলাদেশ-ভারত সীমান্তজুড়ে ইতোমধ্যে সিসি ক্যামেরা ও ড্রোন ব্যবহারের মাধ্যমে নজরদারি কার্যক্রম শুরু হয়েছে।
শুক্রবার (৬ জুন) দুপুরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান ৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান। তিনি বলেন, “ঈদকে সামনে রেখে সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে সিসিটিভি ও ড্রোনের মাধ্যমে নজরদারি বাড়ানো হয়েছে। শুধু চামড়ার নয়, সীমান্ত দিয়ে পুশ-ইন রোধ এবং আইনশৃঙ্খলা রক্ষার বিষয়েও আমরা সতর্ক অবস্থানে আছি।”
তিনি আরও বলেন, “দেশীয় খামারিদের স্বার্থরক্ষা এবং কোরবানির পশুর বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে আমরা সব ধরনের পদক্ষেপ নিচ্ছি। ঈদের জামাত যাতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হতে পারে, তাও নিশ্চিত করতে বিজিবি সতর্ক রয়েছে।”
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, চলতি বছরে হবিগঞ্জ সীমান্তে বিজিবির পরিচালিত বিভিন্ন অভিযানে প্রায় ১৭ কোটি ৪০ লাখ টাকার ভারতীয় পণ্য, মাদক ও যানবাহন জব্দ করা হয়েছে। চোরাচালানবিরোধী এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান অধিনায়ক।
সীমান্ত নিরাপত্তা ও জনস্বার্থ রক্ষায় বিজিবির এই প্রযুক্তিনির্ভর তৎপরতাকে এলাকার মানুষ স্বাগত জানিয়েছেন। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে পুরো ঈদকালীন সময়ে সীমান্তজুড়ে কড়া নজরদারি থাকবে বলেও নিশ্চিত করা হয়েছে।