
টাঙ্গাইল, ৮ জুন ২০২৫ — কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর স্ত্রী এবং দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য নাসরিন সিদ্দিকী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার দিবাগত রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবরে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
আজ রোববার (৮ জুন) দুপুরে টাঙ্গাইল শহরের পিটিআই মাঠে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় সকল শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বঙ্গবীর কাদের সিদ্দিকী জানাজায় অংশ নিয়ে অশ্রুসিক্ত কণ্ঠে বলেন, “নাসরিনের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন তাকে ক্ষমা করে দেন।” তিনি পরিবারের অন্য সদস্যদের জন্যও দোয়া কামনা করেন।
জানাজা শেষে নাসরিন সিদ্দিকীর মরদেহ নিয়ে যাওয়া হয় তাঁদের নিজ এলাকা টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ছাতিহাটি গ্রামে। সেখানে বাদ আসর দ্বিতীয় জানাজার পর তাকে কাদের সিদ্দিকীর বাবা-মায়ের কবরের পাশে দাফন করা হয়।
জানা গেছে, নাসরিন সিদ্দিকী বেশ কিছুদিন ধরে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত সমস্যায় ভুগছিলেন এবং রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
নাসরিন সিদ্দিকীর মৃত্যুতে কৃষক শ্রমিক জনতা লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেছেন।