
ঝিনাইদহের শৈলকুপায় মাহিমা খাতুন (২৪) নামের এক গৃহবধূ গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। এ সময় তাকে বাঁচাতে গিয়ে স্বামী আশিক মিয়ে (২৪) দগ্ধ হন।
মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত ১২টার দিকে উপজেলার ৬ নম্বর সারুটিয়া ইউনিয়নের চরবাখরবার গ্রামে এ ঘটনা ঘটে। আশিক মিয়ে ওই গ্রামের অলোক মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, আগুনে দগ্ধ অবস্থায় দুজনকেই উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর মাহিমার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসকের পরামর্শে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে রেফার করা হয়।
শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডা. শাহনাওয়াজ বলেন, “দুজনের অবস্থাই গুরুতর। তাদের শরীরের প্রায় ৫০ শতাংশ পুড়ে গেছে। শ্বাসনালী আপাতত স্বাভাবিক আছে, তবে অবস্থা ঝুঁকিপূর্ণ।”
শৈলকুপা থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মাসুম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “এ ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ দেয়নি।”