
সাতক্ষীরার গাবুরা উপকূলে কপোতাক্ষ নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে এক বালু ব্যবসায়ীকে আটক করেছে নৌপুলিশ। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে অভিযান চালিয়ে গাবুরা গ্রামের শহর আলীর ছেলে মাহফুজুর রহমান (৪০) কে আটক করা হয়। দীর্ঘদিন ধরে নদী থেকে বালু তুলে ব্যবসা চালিয়ে আসছিলেন তিনি। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে দশ দিনের কারাদণ্ড প্রদান করে।
উপকূলীয় বুড়িগোয়ালিনী নৌ পুলিশের অফিসার ইনচার্জ ওহিদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে বালু উত্তোলনের একটি ট্রলার জব্দ করা হয়। ট্রলারে বিপুল পরিমাণ বালু থাকলেও সেগুলো সরকারি অনুমতি ছাড়া উত্তোলন করা হচ্ছিল। তিনি বলেন, “অবৈধভাবে বালু উত্তোলন নদীর পরিবেশ ও নৌপথের জন্য মারাত্মক ক্ষতিকর। আমরা এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছি।”
স্থানীয় সূত্র জানায়, গাবুরা উপকূলের কিছু প্রভাবশালী ব্যক্তি দীর্ঘদিন ধরে অনুমতি ছাড়া নদী থেকে বালু উত্তোলন করছে, যা সুন্দরবন সংলগ্ন এলাকার ভাঙন ঝুঁকি বাড়াচ্ছে। পরিবেশবিদরা বলছেন, এই ধরনের অবৈধ কার্যক্রম বন্ধ না হলে নদী ও বনাঞ্চলের বাস্তুতন্ত্র মারাত্মক ক্ষতির মুখে পড়বে। নৌপুলিশের এই অভিযান স্থানীয়দের মাঝে স্বস্তি এনেছে এবং ভবিষ্যতে এমন অবৈধ কাজের বিরুদ্ধে আরও জোরালো পদক্ষেপ নেওয়ার দাবি উঠেছে।