
রাজশাহী, ২৭ মে:
সীমান্তে বাংলাদেশি নাগরিকদের পুশ ইন বা জোরপূর্বক ফেরতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ভারত সরকারকে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে নাগরিকদের ফেরত পাঠানোর আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী।
মঙ্গলবার সকালে রাজশাহীর কারা প্রশিক্ষণ কেন্দ্রে ১৪তম ডেপুটি জেলার ও নারী কারারক্ষীদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “সীমান্তে পুশ ইন বেড়েছে, এর প্রতিবাদ জানানো হয়েছে। যারা প্রকৃত বাংলাদেশি, তাদের ক্ষেত্রে আমরা বলেছি—প্রপার চ্যানেলের মাধ্যমে ফেরত পাঠাও। আমরা যেমন অন্য দেশের নাগরিকদের প্রক্রিয়াগতভাবে ফেরত পাঠাই, ভারতকেও তেমনটাই করতে হবে।”
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, “গত ঈদ ভালোভাবে উদযাপিত হয়েছে। এবারও যাতে একই রকম শান্তিপূর্ণ পরিবেশ থাকে, সে জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে। সীমান্তে নিরাপত্তার কোনো ঘাটতি নেই। সেনাবাহিনী যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে।”
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “সত্য ও গঠনমূলক সংবাদ প্রচার করুন। অতিরঞ্জিত সংবাদ প্রচার করলে প্রতিবেশী দেশগুলো সেই সুযোগ নিতে পারে। আপনারা গঠনমূলক সাংবাদিকতা করলে দেশের আইনশৃঙ্খলা ও সামগ্রিক পরিস্থিতির উন্নতি হবে।”
অনুষ্ঠানে কারা রক্ষীদের প্রশিক্ষণ নিয়ে তিনি বলেন, “এই প্রশিক্ষণে অর্জিত জ্ঞান ও মূল্যবোধ তাদেরকে দায়িত্বশীল ও দক্ষ কর্মী হিসেবে গড়ে তুলবে। সততার সঙ্গে কাজ করে তারা দেশের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তারা ছাড়াও প্রশিক্ষণপ্রাপ্ত কারা রক্ষীরা ও বিভিন্ন বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।