
সিলেট | ৩১ মে:
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েকদিনের টানা ভারী বৃষ্টিপাতে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও ফেনীসহ দেশের উত্তর-পূর্বাঞ্চলে নদ-নদীর পানি দ্রুত বাড়তে শুরু করেছে। এতে সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধ ভেঙে পানি ঢুকে পড়েছে হাওরে, হবিগঞ্জেও বাঁধে দেখা দিয়েছে ধস। পানি উন্নয়ন বোর্ড বলছে, ঢলের পানি দ্রুত নেমে যাওয়ায় বন্যা দীর্ঘস্থায়ী হবে না।
সিলেট শহরজুড়ে টানা তিনদিনের ভারী বর্ষণে চরম দুর্ভোগে পড়েছে নগরবাসী। শুক্রবার রাতে কিছুটা বিরতি মিললেও দুপুরের আগেই ফের শুরু হয় প্রবল বৃষ্টি। এতে নগরীর চৌহাট্টা, হাওয়াপাড়া ও মেডিকেল রোডসহ বেশ কয়েকটি এলাকায় হাঁটু পর্যন্ত পানি জমে যায়। বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে পড়ায় বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
এদিকে ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জিতে দু’দিনের টানা ভারী বৃষ্টির প্রভাবে বাংলাদেশের সুরমা, কুশিয়ারা, সারি ও গোয়াইন নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। সুনামগঞ্জের সদর ও বিশ্বম্ভরপুরে রাবার ড্যাম উপচে খরচার হাওরে পানি ঢুকছে। তাহিরপুরেও বাঁধ ভেঙে প্রবেশ করছে পানি।
হবিগঞ্জেও বাড়ছে খোয়াই নদীর পানি। তীব্র স্রোতের ধাক্কায় সদরের নদী তীরবর্তী বাঁধ ধসে পড়েছে। স্থানীয়রা জানান, দ্রুত মেরামত না হলে লোকালয়ে পানি ঢুকে পড়ার আশঙ্কা রয়েছে।
ফেনীতেও পাহাড়ি ঢলে মুহুরী নদীর পানি বাড়ছে, তবে এখনও তা বিপদসীমার নিচে রয়েছে।
বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পানি উন্নয়ন বোর্ড, স্থানীয় প্রশাসন এবং দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ মাঠে রয়েছে বলে জানানো হয়েছে। সংশ্লিষ্ট এলাকা গুলোতে নজরদারি ও সতর্কতা জারি রাখা হয়েছে।