
ঢাকা, ৬ জুন:
আগামীকাল শনিবার (৭ জুন) সারা দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পালিত হবে পবিত্র ঈদুল আজহা। দেশের বিভিন্ন অঞ্চল ও বিভাগীয় শহরগুলোতে বড় পরিসরে ঈদ জামাতের প্রস্তুতি শেষ হয়েছে। কোথায়, কখন এবং কার ইমামতিতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে— তা জানিয়ে দিয়েছে স্থানীয় প্রশাসন ও আয়োজক কমিটিগুলো।
শোলাকিয়া: ঐতিহ্যবাহী ঈদ জামাত
দেশের সবচেয়ে বড় ঈদ জামাতের ঐতিহ্যবাহী আয়োজন হয় কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ মাঠে। এ বছরও সকাল ৯টায় অনুষ্ঠিত হবে ঈদুল আজহার প্রধান জামাত। ইমামতি করবেন জেলা শহরের বড় বাজার মসজিদের খতিব মাওলানা আবুল খায়ের মো. সাইফুল্লাহ।
রেল কর্তৃপক্ষ জামাতের যাত্রীদের সুবিধার্থে চালু করেছে দুটি বিশেষ ট্রেন— ‘শোলাকিয়া স্পেশাল’।
দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দান: শোলাকিয়ার প্রতিদ্বন্দ্বী
গত কয়েক বছর ধরে শোলাকিয়ার সঙ্গে পাল্লা দিয়ে ঈদ জামাত আয়োজন করছে দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দান। প্রায় ২২ একর আয়তনের মাঠে ৫-৬ লাখ মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারেন বলে আয়োজকদের দাবি।
এখানে ঈদের জামাত শুরু হবে সকাল ৮:৩০টায়। ইমামতি করবেন মাওলানা মো. মাহফুজুর রহমান।
বিভাগীয় শহরগুলোতে ঈদ জামাতের সূচি
চট্টগ্রাম
- প্রধান জামাত: জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে, সকাল ৭:৩০টায়। ইমাম: সৈয়দ আলাউদ্দিন আবু তালেব মোহাম্মদ আলাউদ্দিন আল কাদেরী
- দ্বিতীয় জামাত: সকাল ৮:৩০টায়, ইমামতি করবেন মাওলানা মোহাম্মদ আহমদুল হক
- সিটি করপোরেশনের বিভিন্ন মসজিদ ও ঈদগাহে একই সময়ে আরও ১০টি জামাত অনুষ্ঠিত হবে
- এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম মাঠে ঈদ জামাত সকাল ৮টায়
রাজশাহী
- প্রধান জামাত: হযরত শাহ মখদুম (র.) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে, সকাল ৭:৩০টায়
- আবহাওয়া খারাপ হলে বিকল্প জামাত সকাল ৮টায় শাহ মখদুম দরগাহ জামে মসজিদে
খুলনা
- প্রধান জামাত: সার্কিট হাউস মাঠে, সকাল ৭:৩০টায়
- বিকল্প জামাত: খুলনা টাউন জামে মসজিদে একই সময়
- টাউন জামে মসজিদে আরও দুটি জামাত হবে ৮:৩০ ও ১০টায়
- খুলনা বিশ্ববিদ্যালয় এবং আলিয়া মাদ্রাসা সংলগ্ন মডেল মসজিদেও সকাল ৭টায় জামাত
- সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় ৭০০টির বেশি জামাত অনুষ্ঠিত হবে
বরিশাল
- প্রধান জামাত: হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ, সকাল ৭:৩০টায়
- বরিশাল জেলা মডেল মসজিদেও একই সময় জামাত
- চরমোনাই দরবার শরিফে জামাত সকাল ৯টায়, ইমামতি করবেন মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম
- গুঠিয়া বায়তুল আমান মসজিদে জামাত সকাল ৮টায়
- নগরীর বিভিন্ন মসজিদে দুটি করে জামাত— সকাল ৮টা ও ৯টা
সিলেট
- প্রধান জামাত: শাহী ঈদগাহ মাঠে, সকাল ৮টায়, ইমাম: মুফতি জুনায়েদ আহমদ
- কুদরত উল্লাহ জামে মসজিদে তিনটি জামাত: ৭টা, ৮টা ও ৯টা
- সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে জামাত সকাল ৭:৩০টায়, ইমাম: মাওলানা আব্দুস সালাম আল মাদানী
রংপুর
- প্রধান জামাত: কালেক্টরেট ঈদগাহ মাঠে, সকাল ৮টায়, ইমাম: মাওলানা বায়েজীদ হোসাইন
- বৃষ্টির সম্ভাবনায় বিকল্প জামাত: জেলা মডেল মসজিদে ৮:৩০টায় এবং ৯টায়
- জেলায় ৫,০৯০টি স্থানে ঈদ জামাতের প্রস্তুতি সম্পন্ন
ময়মনসিংহ
- প্রধান জামাত: আঞ্জুমান ঈদগাহ মাঠে, সকাল ৭:৩০টায়
- দ্বিতীয় জামাত: একই মাঠে ৮:৩০টায়
- বড় মসজিদে সকাল ৮টায়, মাদানী নূর মার্কাজে ৭টা ও ৮:৩০টায় জামাত হবে
উপসংহার:
সারা দেশে নিরাপদ, সুশৃঙ্খল এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যে পরিপূর্ণ ঈদুল আজহার জামাত আয়োজনে প্রস্তুতি শেষ পর্যায়ে। মুসল্লিদের নির্বিঘ্ন ঈদযাত্রা ও নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী।