
ঘোষিত সারাদেশব্যাপী লকডাউন বাস্তবায়নে মাঠে নেই আওয়ামী লীগ নেতাকর্মীরা। দলের ডাকা কর্মসূচি থাকলেও রাজধানীসহ বিভিন্ন জেলায় তা কার্যকর করতে দেখা যায়নি তাদের। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক জনঅসন্তোষ ও দলেগুলোর ভয়ের মুখে আওয়ামী লীগের কর্মীরা রাস্তায় নামার সাহস পাচ্ছেন না।
বিভিন্ন স্থানে দেখা গেছে, সকাল থেকে লকডাউনের কোনো প্রভাব নেই—গণপরিবহন চলেছে স্বাভাবিকভাবে, দোকানপাট খোলা রয়েছে। এমনকি দলীয় নেতাকর্মীদের উপস্থিতিও ছিল না বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দলীয় জনপ্রিয়তা ও গণআস্থার সংকটের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। তারা মনে করছেন, “লকডাউনের মতো কর্মসূচি ঘোষণার পরও বাস্তবায়নে ব্যর্থতা দলটির রাজনৈতিক অবস্থানকে আরও দুর্বল করে তুলবে।”
অন্যদিকে দলগুলো বলছে, “জনবিচ্ছিন্ন হওয়ার প্রমাণ দিয়েছে আওয়ামী লীগের এই ব্যর্থ লকডাউন।”