
গাজীপুরে আলোচিত সাংবাদিক তুহিন হত্যা মামলার আরেক অভিযুক্ত শহিদুলকে কিশোরগঞ্জ থেকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার (৯ আগস্ট) বিকেলে বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। এ নিয়ে এ মামলায় মোট আটজনকে গ্রেফতার করল আইনশৃঙ্খলা বাহিনী। এর আগে শুক্রবার দিবাগত রাতে গাজীপুর মহানগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তুহিন হত্যাকাণ্ডে সরাসরি জড়িত আরও দুই আসামিকে গ্রেফতার করা হয়। একইদিন দুপুরে প্রথম দফায় পাঁচজনকে গ্রেফতার করা হয়, যারা মামলার প্রাথমিক তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, চান্দনা চৌরাস্তা এলাকায় শাপলা ম্যানশনের সামনে বাদশা মিয়া নামে এক ব্যক্তি প্রকাশ্যে এক নারীকে মারধর করছিলেন। ঘটনাটি প্রত্যক্ষ করে সাংবাদিক তুহিন মোবাইলে ভিডিও ধারণ করেন। এ সময় বাদশা মিয়াকে রক্ষা করতে ছুটে আসে একদল হামলাকারী, যারা বাদশাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করছিল। ভিডিও ধারণের বিষয়টি টের পেয়ে তারা তুহিনকে ফুটেজ মুছে ফেলতে বলে। কিন্তু নিজের পরিচয় দিয়ে সাংবাদিক তুহিন এতে অস্বীকৃতি জানান।
অস্বীকৃতির পরপরই পাশের একটি মার্কেটের সামনে হামলাকারীরা তুহিনের ওপর নৃশংসভাবে ঝাঁপিয়ে পড়ে। এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনার পর নিহতের বড় ভাই বাসন থানায় মামলা দায়ের করেন, যেখানে অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করা হয়। বর্তমানে গ্রেফতার আটজনকে জিজ্ঞাসাবাদ চলছে এবং র্যাব বলছে, বাকি আসামিদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে।