সরকারের ভেতরের একটি পক্ষ নির্বাচন ভণ্ডুল করতে চাইছে: এনসিপির অভিযোগ

সরকারের ভেতরের একটি অংশ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ভণ্ডুল করতে চাইছে বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির নেতারা বলেছেন, রাজনৈতিক দলগুলোর প্রস্তাব অনুযায়ী সরকার এখনো জুলাই সনদ বাস্তবায়ন করেনি। তাদের দাবি, জুলাই সনদ বাস্তবায়নের নির্দেশ দিতে হবে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকেই।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এনসিপি নেতারা এসব মন্তব্য করেন।

তারা অভিযোগ করেন, সরকার গণভোটসহ জুলাই সনদ বাস্তবায়নে সরাসরি উদ্যোগ না নিয়ে তা রাজনৈতিক দলগুলোর ওপর ঠেলে দিয়েছে।

এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, “সরকার সনদ নিয়ে সাপলুডু খেলছে। সরকারের ভেতরে একটি পক্ষ নির্বাচনের পরিবেশ নষ্ট করতে এবং নির্বাচন বানচালের চেষ্টা চালাচ্ছে।”

দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “দলীয় মতামতে গণভোটে যাওয়া উচিত নয়।” তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তিন আসনে প্রার্থী হওয়ায় শুভেচ্ছা জানিয়ে বলেন, “এর মাধ্যমে গণতন্ত্র আরও সুসংগত হবে। জুলাই অভ্যুত্থানের ফসল হিসেবে যেহেতু তিনি নির্বাচন করতে পারছেন, সেহেতু সংস্কার বাস্তবায়নেও তিনি এগিয়ে আসবেন বলে আশা করি।”

উল্লেখ্য, সোমবার সন্ধ্যায় ২৩৭টি আসনে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে বিএনপি। ঘোষিত তালিকা অনুযায়ী বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া প্রতিদ্বন্দ্বিতা করবেন ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩ আসনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *