সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি: রিয়াদের বাড্ডার বাসা থেকে আরও ৩ লাখ টাকা উদ্ধার

ঢাকার গুলশানে সাবেক সংসদ সদস্যের বাসা থেকে ৫০ লাখ টাকা চাঁদা নিতে গিয়ে গ্রেফতার হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আব্দুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদের বাড্ডার বাসা থেকে আরও ২ লাখ ৯৮ হাজার টাকা উদ্ধার করেছে গুলশান থানা পুলিশ। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান। তিনি জানান, রিমান্ডে জিজ্ঞাসাবাদে রিয়াদের একাধিক বাসার খোঁজ পাওয়া যাচ্ছে এবং সেই সূত্র ধরেই অভিযান চালিয়ে টাকাগুলো উদ্ধার করা হয়েছে।

এর আগে, গত ২৯ জুলাই গুলশানে একটি বাড়িতে ‘সমন্বয়ক’ পরিচয়ে চাঁদা নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন রিয়াদসহ পাঁচজন। তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরিচয় ব্যবহার করে চাঁদাবাজির চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনার পর গুলশান থানায় মামলা দায়ের হলে, রিয়াদের দেয়া তথ্যের ভিত্তিতে নাখালপাড়ার একটি বাসায় অভিযান চালায় পুলিশ। সেখান থেকে দুই কোটি ২৫ লাখ টাকার চেক উদ্ধার করা হয়, যা চাঁদাবাজির লেনদেনের সম্ভাব্য প্রমাণ হিসেবে দেখা হচ্ছে।

ঘটনার পরদিনই সংগঠনটির কেন্দ্র থেকে তিন নেতাকে বহিষ্কার করা হয় এবং তদন্তের স্বার্থে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ব্যতীত সারাদেশের সকল শাখা কমিটি স্থগিত করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে চারজনকে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, এটি ছিল সুপরিকল্পিত চাঁদাবাজির অংশ, যেখানে ছাত্র রাজনীতির নাম ব্যবহার করে সংগঠনটির কিছু সদস্য ফায়দা তুলতে চেয়েছিল। তদন্তের মাধ্যমে এই চক্রের প্রকৃত রূপ উন্মোচনের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *