সব উপদেষ্টাই তো বিদেশি নাগরিক: রুমিন ফারহানা

বিএনপির নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, “সেইফ এক্সিটের কথা কি আর বলব, প্রত্যেক উপদেষ্টাই তো বিদেশি নাগরিক।”

শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের তালশহর এএআই উচ্চ বিদ্যালয় মাঠে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, উপদেষ্টারা দেশে গণ্ডগোল লাগলে বিদেশেও চলে যেতে পারবে, কিন্তু সাধারণ নাগরিক পারবে না। “আমাদের কোনও দেশে ভিসা লাগানো নেই। সরকারকে অনুরোধ করি, এমন কাজ করবেন না বা এমন দুর্নীতি করবেন না, যার কারণে সেইফ এক্সিটের প্রয়োজন পড়তে পারে।”

তিনি আরও বলেন, “কাজ করুন স্বচ্ছতা, সততা এবং দেশপ্রেম বজায় রেখে যাতে সেইফ এক্সিটের কথা ভাবতে না হয়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *