
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, সদ্য গঠিত এনসিপি (ন্যাশনালিস্ট কনজারভেটিভ পার্টি) সরকার-সমর্থিত দল হিসেবে আবির্ভূত হয়েছে। তিনি বলেন, “এটি একটি প্রক্সি দল—সরকারই পেছনে থেকে তাদের পৃষ্ঠপোষকতা করছে।”
শুক্রবার (২৫ জুলাই) বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে আয়োজিত “গণঅভ্যুত্থানের জন আকাঙ্ক্ষা: রাষ্ট্র সংস্কার” শীর্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা গণঅধিকার পরিষদের সভাপতি ফয়েজ উল্লাহ।
🔎 মাইলস্টোন ঘটনা নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি
নুরুল হক নুর মাইলস্টোন সংঘর্ষের ঘটনা তুলে ধরে বলেন, “সচিবালয়ের মতো স্পর্শকাতর এলাকায় যদি সরকার নিরাপত্তা নিশ্চিত করতে না পারে, তাহলে এই সরকার পুরো দেশের ১৮ কোটি মানুষের নিরাপত্তা কীভাবে দেবে—এ নিয়ে প্রশ্ন রয়েছে।” তিনি দাবি করেন, ওই ঘটনায় একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্ত হওয়া উচিত।
⚠️ নির্বাচনের আগে নিরপেক্ষ সরকার চাইলেন নুর
তিনি আরও বলেন, “সরকার যদি বারবার পক্ষপাতদুষ্ট আচরণ করে, তবে জনগণ একটি নিরপেক্ষ সরকার দাবি করতেই পারে, বিশেষ করে নির্বাচন সামনে রেখে।”
🚫 আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আহ্বান
বক্তব্যের এক পর্যায়ে নুর বলেন, “যে দল গণতন্ত্রকে হত্যা করেছে, জনগণের অধিকার কেড়ে নিয়েছে—তাদের রাজনীতিতে আর জায়গা নেই। আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করা উচিত।”
👥 সমাবেশে আরও যারা ছিলেন
এ সময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসান, সংগঠনের কেন্দ্রীয় নেতা মঞ্জুর মোরশেদ মামুনসহ অনেকে।
📌 সংক্ষিপ্ত বার্তা: রাষ্ট্র সংস্কার ও রাজনীতিতে সংস্কৃতির পরিবর্তনের ডাক দিয়ে গণঅধিকার পরিষদ আবারো মাঠে সরব হলো। এখন দেখার বিষয়, সরকার এসব দাবির কীভাবে জবাব দেয়।