সংস্কার নিয়ে কথা না বলে বিএনপি-জামায়াত ক্ষমতা নিয়ে ব্যস্ত: আখতার হোসেন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, সংস্কার নিয়ে কোনও রাজনৈতিক দল কথা বলছে না। কীভাবে ক্ষমতায় আসবে সেটি নিয়ে ব্যস্ত বিএনপি ও জামায়াত।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে জাতীয় যুবশক্তির জাতীয় প্রতিনিধি সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, সামনের নির্বাচনে নিছক কোনো ক্ষমতার পরিবর্তন হওয়ার কথা ছিলো না। একমাত্র লক্ষ্য হওয়ার কথা ছিল সংস্কার। কিন্তু নির্বাচনকে শোডাউনের নির্বাচনে পরিণত করা হয়েছে।

তিনি আরও বলেন, ক্ষমতা কারা পাবে না পাবে এসব জরিপ করে মানুষের সংস্কারের আকাঙ্ক্ষা দূরে সরানোর চেষ্টা হচ্ছে। শুধু ভোটের নিসাব-নিকাশ দিয়ে রাজনীতির গতিপথ নির্ধারণ সম্ভব নয় বলেও মন্তব্য করেন আখতার হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *