
ঢাকা, ১ জুন:
সংবিধান অনুযায়ী ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন না দেয়ায় নির্বাচন কমিশন ও প্রধান উপদেষ্টা সংবিধান লঙ্ঘন করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মাহবুব উদ্দিন খোকন।
রোববার (১ জুন) বিকেলে রাজধানীর মতিঝিলে কৃষি ব্যাংক ভবনে বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন (সিবিএ) আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। সভাটি আয়োজিত হয়েছিল বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে।
মাহবুব উদ্দিন খোকন বলেন, “নির্বাচনের যত বিলম্ব হবে, ততই দেশের রাজনৈতিক অবস্থা নাজুক হয়ে পড়বে। এমনকি দীর্ঘ বিলম্বে বর্তমান সরকারের অধীনে আর নির্বাচন নাও হতে পারে।” তিনি অভিযোগ করেন, “বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আবারও ভোটবিহীন সরকার হিসেবে টিকে থাকতে চায়।”
সভায় আরও বক্তব্য রাখেন সিবিএ সভাপতি ফয়েজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, “জিয়াউর রহমানই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন। অথচ সেই শেখ হাসিনাই এখন বিএনপির সঙ্গে প্রতারণা করেছেন।”
আলোচনা সভায় জিয়াউর রহমানের রাজনৈতিক অবদান এবং দেশের স্বাধীনতা ও গণতন্ত্রে তার ভূমিকা তুলে ধরেন বক্তারা। নেতারা অভিযোগ করেন, সরকার ও নির্বাচন কমিশনের পদক্ষেপে দেশে গণতন্ত্র বিপন্ন হচ্ছে।
সভার আয়োজক সিবিএ নেতা ও বিএনপি-ঘনিষ্ঠ সংগঠনগুলোর পক্ষ থেকে দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিও জানানো হয়।