
নির্বাচন ঘিরে চলমান রাজনৈতিক উত্তেজনার মাঝে রংপুরে এক বিশাল জনসভায় অংশ নিয়ে নির্বাচন সামনে রেখে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, “যে জনগণ শেখ হাসিনাকে বিদায় দিয়েছে, সেই জনগণই যেকোনো ষড়যন্ত্র মোকাবেলায় প্রস্তুত।” শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যায় রংপুর জিলা স্কুল মাঠে আয়োজিত জামায়াতের বিভাগীয় জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বক্তব্যে ডা. শফিক বলেন, “নির্বাচনের আগে নানা ধরনের ষড়যন্ত্র ও প্রকৌশলের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। অতীতে শেখ হাসিনার হাতে সব ক্ষমতা ছিল, বাহিনী ছিল, প্রশাসনে নিজের লোক বসিয়েছিলেন—তবুও জনগণের জাগরণে কিছুই তাকে রক্ষা করতে পারেনি। সেই জনগণ আজও প্রস্তুত।” তিনি অভিযোগ করেন, দেশের বিভিন্ন স্থানে যেমন পাটগ্রামে সহিংস ঘটনা ঘটেছে, তেমনি একদল লোক সারা দেশকে পাটগ্রামে পরিণত করতে চায়। তবে জনগণ সজাগ রয়েছে এবং নির্বাচনে কালো টাকার দাপট সহ্য করা হবে না বলে তিনি সতর্ক করেন।
ভবিষ্যতের নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে মৌলিক সংস্কারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি বলেন, “জামায়াত সেই সংস্কার দাবি করেছে এবং আদায় করে ছাড়বে।” তিনি আরও বলেন, জামায়াত ধর্ম, জাতপাত, সংখ্যালঘু-সংখ্যাগুরু চিন্তা করে না—জামায়াত সবার জন্য। “আমরা দেশের মালিক হতে চাই না, জনগণের পাহারাদার হতে চাই,”—এই বার্তায় তিনি জনতার মন জয় করার আহ্বান জানান। জনসভায় দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষেরও উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা গেছে।