শৈলকূপার প্রতিবন্ধী নাজনীনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন তারেক রহমান

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবারে’র প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় কৃষিকাজের দিনমজুর নাছির মন্ডলের প্রতিবন্ধী কন্যা নাজনীনের চিকিৎসার জন্য তার পরিবারের পাশে দাঁড়িয়েছেন। অসহায় নাছির মন্ডলের বাড়ি ঝিনাইদহের শৈলকূপা উপজেলার ত্রিবেণী ইউনিয়নের আনন্দনগর গ্রামে।

আজ শুক্রবার সকালে (১৪ নভেম্বর) পরিবারটির সাথে সাক্ষাৎ করতে যান আমরা বিএনপি পরিবারের একটি প্রতিনিধি দল।

মানবিক এই সাক্ষাৎ অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন— বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ও আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত। সাক্ষাৎকালে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নাজনীনের পিতা নাছির মন্ডলের হাতে চিকিৎসা সহায়তা তুলে দেন বিএনপির কোষাধ্যক্ষ। পাশাপাশি অসহায় নাছির মন্ডলের পরিবারের প্রতি তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেন রশিদুজ্জামান মিল্লাত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *