
রাজশাহীতে গর্তে পরে নিখোঁজ শিশু সাজিদকে উদ্ধারে রাতভর আপ্রাণ চেষ্টা চালিয়েছে ফায়ার সার্ভিস। নিখোঁজের ২০ ঘণ্টা পেরিয়ে গেলেও বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সবশেষ খবর পর্যন্ত শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি।
তবে উদ্ধার পরিকল্পনা অনুযায়ী, যেখানে সাজিদ পড়েছে সেই গর্তের পাশে রাতভর তিনটি এক্সকেভেটরের মাধ্যমে পুকুর খননের মতো ৪০ ফুট গভীর গর্ত তৈরি করা হয়েছে। তবে এখনো কোনও খোঁজ পাওয়া যায়নি শিশুটির।
তানোর উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুর রউফ বলেন, শিশুটি যে গর্তে পড়েছিল, আমরা সেই গর্তে ক্যামেরা ফেলেছিলাম। কিন্তু ৩৫ ফুট যাওয়ার ক্যামেরা আটকে যায়। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস আসার আগেই স্থানীয়রা শিশুটিকে উদ্ধারের চেষ্টা করেছিল। অসাধারণতা বসত ওই গর্তে মাটি এবং খরকুটা পড়ে যায়। ফলে ক্যামেরার মাধ্যমে শিশুটির সন্ধান পাওয়া যায়নি।