
ছেলে ছাত্রশিবিরের রাজনীতি না করে জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট রয়েছেন। এজন্য তার সঙ্গে সকল প্রকার সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন। শুধু রাজনৈতিক ভিন্নমতের কারণে এমন ঘটনা ঘটেছে বরিশাল-১ আসন গৌরনদীতে। ছেলের সাথে সম্পর্ক ছিন্ন ঘোষণাকারী বাবা এএইচএম কামরুল ইসলাম খান হচ্ছেন জামায়াত নেতা ও নির্বাচনী আসনটির দাঁড়ি পাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী। অপরদিকে, ছেলে আরাফাত বিল্লাহ খান জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক স্কুল বিষয়ক সম্পাদক। বর্তমানে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত তিনি।