
রাজধানীর শাহবাগে জামাতের আমিরের সাম্প্রতিক মন্তব্যের প্রতিবাদে নারীদের তাৎক্ষণিক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। তিনি নারীদের কর্মঘণ্টা কমানোর প্রসঙ্গে যে মন্তব্য করেছেন, সেটিকে অংশগ্রহণকারীরা “অযৌক্তিক, বৈষম্যমূলক ও নারীর স্বাধীনতাবিরোধী” হিসেবে আখ্যায়িত করেন।
শুক্রবার বিকেলে শাহবাগ মোড়ে জড়ো হওয়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, নারী অধিকার কর্মী ও পেশাজীবীরা স্লোগান দেন—
“৫ না ৮, তুই বলার কে?”,
“কর্মঘণ্টা নারীরা ঠিক করবে”,
“সমান অধিকার, সমান মর্যাদা চাই”।
বক্তারা বলেন, নারীদের কর্মঘণ্টা কমানোর ধারণা মূলত নারীকে কর্মক্ষেত্রে দুর্বল হিসেবে উপস্থাপন করার চেষ্টা, যা আধুনিক শ্রমনীতির সঙ্গে সাংঘর্ষিক। তারা আরও জানান, নারীর কাজের সময় নয়, বরং নিরাপদ পরিবেশ, সমান মজুরি ও বৈষম্যহীন কর্মসংস্থান—এগুলোই এখন অধিক জরুরি।
অংশগ্রহণকারীরা দাবি করেন, কোনো রাজনৈতিক নেতাই নারীদের কর্মঘণ্টা বা সক্ষমতা নির্ধারণ করার অধিকার রাখেন না। এক শিক্ষার্থী বলেন, “আমরা সিদ্ধান্ত নিতে অক্ষম নই। আমাদের হয়ে কে কাজের সময় ঠিক করে দেবে—এটা মেনে নেওয়া যায় না।”
মানববন্ধন ও বিক্ষোভ শেষে আয়োজকরা ঘোষণা দেন, নারীদের অধিকারবিরোধী বক্তব্য বা নীতির বিরুদ্ধে দেশব্যাপী প্রতিবাদ চলবে।