লুকিয়ে উচ্চমূল্যে অন্যত্র সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় সরকারি নির্ধারিত এলাকার বাইরে উচ্চমূল্যে সার বিক্রির অভিযোগে অভিযুক্ত হন বিসিআইসি সারের ডিলার রিফাত এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মাহাবুবুর রহমান। মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেল ৩টার দিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ধরা পড়েন তিনি। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন আলম তাকে ৩০ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে ভবিষ্যতে নির্দিষ্ট এলাকার বাইরে সার বিক্রি করবেন না মর্মে তার কাছ থেকে মুচলেকা নেয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ১২টার দিকে একটি নসিমনে করে ৩০ বস্তা ইউরিয়া ও পটাশ সার পার্শ্ববর্তী ঝিনাইদহ সদর উপজেলার তেতুলতলা বাজারে নিয়ে যাচ্ছিলেন মাহাবুবুর রহমান। সেখানে বাজারের এক ব্যবসায়ী আমিরুলের কাছে উচ্চমূল্যে সার বিক্রি করার চেষ্টা করেন তিনি। কিন্তু ঘটনাটি স্থানীয় সাংবাদিকদের নজরে আসে এবং তারা তাৎক্ষণিকভাবে প্রশাসনকে অবহিত করেন। পরে সারগুলো বাজেয়াপ্ত করে ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা নেয় ভ্রাম্যমাণ আদালত।

কালীগঞ্জের ভারপ্রাপ্ত কৃষি অফিসার ইমদাদুল হাসান বলেন, নির্দিষ্ট ইউনিয়নের ডিলাররা শুধুমাত্র তাদের নিজস্ব এলাকার কৃষকের কাছে সরকারি সার বিক্রি করতে পারবেন। পার্শ্ববর্তী ইউনিয়ন কিংবা উপজেলায় বিক্রি করা সম্পূর্ণ আইনবিরোধী। এই ধরনের অনিয়ম রোধে কঠোর নজরদারি অব্যাহত থাকবে বলে তিনি জানান। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন আলমও সতর্ক করে বলেন, এ ধরনের অনিয়মের পুনরাবৃত্তি ঘটলে আরও কঠোর শাস্তি দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *