
বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর চলমান অভিযানে কুকি চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) এক কমান্ডারসহ দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ জুলাই) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
আইএসপিআর জানায়, সেনাবাহিনী রুমার পাহাড়ি এলাকায় সন্ত্রাসবিরোধী অভিযান চালানোর সময় গুলিবিনিময়ের ঘটনা ঘটে। এতে কেএনএ’র একজন শীর্ষস্থানীয় কমান্ডারসহ দুইজন নিহত হন। ঘটনাস্থল থেকে তিনটি সাবমেশিনগান (এসএমজি), একটি রাইফেল, বিপুল পরিমাণ গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
সেনা সূত্র জানায়, অপারেশন এখনো চলমান রয়েছে এবং এলাকাটি ঘিরে তল্লাশি জোরদার করা হয়েছে।
উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রামে কুকি চিন ন্যাশনাল আর্মি দীর্ঘদিন ধরে অস্ত্রধারী তৎপরতা চালিয়ে আসছে। সাম্প্রতিক সময়ে তারা চাঁদাবাজি, অপহরণসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। সেনাবাহিনী এই বাহিনীর বিরুদ্ধে ধারাবাহিক অভিযান পরিচালনা করছে।