
ঢাকা, ১০ জুন — দেশের বর্তমান রাজনৈতিক অচলাবস্থা নিরসনে টার্নিং পয়েন্ট হয়ে উঠতে পারে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আসন্ন বৈঠক— এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (১০ জুন) রাজধানীর গুলশানে বিএনপির রাজনৈতিক কার্যালয়ে ঈদ শুভেচ্ছা বিনিময়ের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল জানান, “দলের স্থায়ী কমিটি এই বৈঠককে স্বাগত জানিয়েছে। এটি জাতীয় এবং আন্তর্জাতিক উভয় পর্যায়েই গুরুত্ব বহন করছে। এই বৈঠক থেকে রাজনীতিতে নতুন দিক উন্মোচিত হতে পারে।”
তিনি আরও বলেন, দলের স্থায়ী কমিটি তারেক রহমানকে যেকোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ এখতিয়ার দিয়েছে।
জানা গেছে, আগামী ১৩ জুন লন্ডনের স্থানীয় সময় সকাল ৯টা থেকে ১১টার মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
উল্লেখ্য, ড. ইউনূসের চার দিনের যুক্তরাজ্য সফরের ঘোষণা আসার পর থেকেই রাজনৈতিক অঙ্গনে তারেক রহমানের সঙ্গে সম্ভাব্য বৈঠক নিয়ে জোর আলোচনা চলছিল। যদিও সফরের প্রাথমিক সূচিতে এ বৈঠকের আনুষ্ঠানিক উল্লেখ ছিল না।