রাজধানীতে সেনা অভিযানে কিশোর গ্যাংয়ের ১১ জন গ্রেফতার

রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় কিশোর গ্যাং ও সন্ত্রাসীদের দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় ফের সেনাবাহিনীর বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ১০ মামলার আসামিসহ মোট ১১ জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য।

সেনাবাহিনীর বসিলা ক্যাম্প সূত্র জানায়, বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত ১২টা ৩০ মিনিট থেকে ভোর ৩টা পর্যন্ত রায়েরবাজারের ক্যান্সার গলি এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এর আগে একই এলাকায় ৪৮ ঘণ্টার ব্যবধানে এটি ছিল দ্বিতীয় ধারাবাহিক অভিযান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *