রক্ত ঝরেছে গণতন্ত্রের জন্য, স্থানীয় নির্বাচনের জন্য নয়

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপির হারিয়ে যাওয়া বা শহীদ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনের জন্য নয়, দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছেন। আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিম কিংবা নিখোঁজ চৌধুরী আলম ও ইলিয়াস আলীর মতো নেতাদের আত্মত্যাগ স্মরণ করে তিনি বলেন, “এই রক্ত গণতন্ত্রের জন্য, আর তাই সেই রক্তের প্রতি আমাদের সম্মান থাকা উচিত।” রোববার (৬ জুলাই) দিনাজপুরের হাকিমপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এক বৃক্ষরোপণ কর্মসূচিতে বক্তব্য রাখেন তিনি।

ডা. জাহিদ হোসেন আরও বলেন, “যারা আজ জাতীয় নির্বাচনকে পাশ কাটিয়ে স্থানীয় নির্বাচনের কথা বলেন, তারা মূলত জনগণের ভোটাধিকার হরণে সহায়তা করছেন। গত চারটি নির্বাচনে মানুষ নিজের ভোট দিতে পারেনি। এমন অবস্থায় জনগণের দাবি হলো—সুষ্ঠু, নিরপেক্ষ জাতীয় নির্বাচন। বিএনপি সেই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে।” তিনি প্রশ্ন রাখেন, “আপনারাই বলুন, গণতন্ত্রহীন বাংলাদেশে কি শুধু ইউনিয়ন পরিষদ নির্বাচনই সমাধান?”

তিনি আরও বলেন, ১৭ বছর ধরে বিএনপি যে আন্দোলন চালিয়ে যাচ্ছে, তার চূড়ান্ত প্রকাশ ঘটেছে ৫ই আগস্টের পরিণতিতে। এ মাসটি শহীদদের স্মরণে গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, “জুলাইয়ে দাঁড়িয়ে বিভক্তি নয়, দরকার ঐক্য। আর এই ঐক্যই পারে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, মানবিক ও শক্তিশালী রাষ্ট্রে পরিণত করতে।” সব নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করারও আহ্বান জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *