
চুয়াডাঙ্গার জীবননগরের উথলী রেলওয়ে স্টেশনে মঙ্গলবার (৮ জুলাই) রাতে তীব্র উত্তেজনার সৃষ্টি হয় ভাড়া নিয়ে বিরোধকে কেন্দ্র করে। স্থানীয়দের অভিযোগ, বেসরকারি ট্রেন নকশিকাঁথা এক্সপ্রেস-এ অতিরিক্ত ভাড়া আদায় ও অসদাচরণের ঘটনায় স্টেশন অবরুদ্ধ করে রাখা হয় প্রায় এক ঘণ্টা। রাত ৯টার দিকে ঘটনার সূত্রপাত হয়, যখন সেনেরহুদা গ্রামের এক যাত্রী ট্রেনে অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগে এক টিটিই’র বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। এরপর তিনি গ্রামের লোকজনকে ডেকে আনেন, যা মুহূর্তেই উত্তেজনায় রূপ নেয়। প্রায় ২০০ জন স্থানীয় মানুষ স্টেশনে এসে উপস্থিত হন এবং অভিযুক্ত টিটিইকে খুঁজতে থাকেন।
অভিযোগ রয়েছে, অভিযুক্ত টিটিই নিজেকে মালবাহী একটি বগিতে লুকিয়ে ফেলেন। উত্তেজিত জনতা সেখানে না পেয়ে অন্য এক টিটিইকে চড়-থাপ্পড় মারেন। স্টেশন মাস্টার মিন্টু কুমার রায় জানান, পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে উঠেছিল যে অভিযুক্ত টিটিই ধরা পড়লে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। পরবর্তীতে তিনি জীবননগর থানা পুলিশকে খবর দেন এবং উভয় পক্ষের মধ্যে সমঝোতা করার চেষ্টা করেন। ট্রেন ছাড়িয়ে নিতে স্টেশন মাস্টার নিজে জনতার কাছে ক্ষমা চান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
দর্শনা রেলওয়ে পুলিশের এসআই রফিক হোসেন জানান, তিনি ঘটনাটি শুনেছেন তবে বৃষ্টির কারণে ঘটনাস্থলে পৌঁছাতে পারেননি। জীবননগর থানার ওসি মামুন হোসেন বলেন, বিষয়টি পোড়াদহ রেলওয়ে থানার ওসির মাধ্যমে জানার পর পুলিশ পাঠানো হয়। তিনি জানান, তাদের উপস্থিতির সময় কোনো মারধরের ঘটনা ঘটেনি, তবে আগেই কিছু হয়ে থাকতে পারে। উল্লেখযোগ্য, এই ঘটনার আগে একইদিন দুপুরে চুয়াডাঙ্গা সদরের আমিরপুরে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হলে গেটম্যানের দাবিতে রেলপথ আটকে বিক্ষোভ করে স্থানীয়রা। সেদিনও খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস দুই ঘণ্টা আটকে রাখা হয়। বারবার এমন ঘটনা জননিরাপত্তা ও রেল চলাচলের স্বাভাবিকতায় প্রশ্ন তুলছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।