মোহাম্মদপুরে নিজ বাসায় মা ও মেয়েকে নির্মমভাবে হত্যা, গৃহকর্মী পলাতক

রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডের একটি বাসায় মালাইলা আফরোজ (৪৮) এবং তার মেয়ে নাফিসা বিনতে আজিজকে (১৫) কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে বাসার গৃহকর্মী পলাতক থাকায় ধারণা করা হচ্ছে, তিনিই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।

ডিএমপির তেজগাঁও বিভাগের উপ–কমিশনার মো. ইবনে মিজান ঘটনাটি নিশ্চিত করেছেন।

নিহত নাফিসা মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে।

মোহাম্মদপুর থানা পুলিশের একজন কর্মকর্তা জানান, মালাইলার স্বামী আজিজুর রহমান উত্তরার একটি স্কুলের শিক্ষক। সকালে তিনি বাসার বাইরে ছিলেন। সাড়ে ১০টার দিকে বাসায় ফিরে স্ত্রী ও মেয়ের রক্তাক্ত লাশ দেখতে পান এবং সঙ্গে সঙ্গে পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে।

পুলিশের একটি সূত্র জানায়, পলাতক গৃহকর্মীর নাম আয়েশা। ধারালো অস্ত্র দিয়ে হত্যার পর সে পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ বাসার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। এছাড়া বাথরুমের বালতির ভেতর থেকে হত্যায় ব্যবহৃত দুটি ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে।

ঘটনাটি কী কারণে ঘটেছে এবং গৃহকর্মী সত্যিই জড়িত কি না, তা নিশ্চিত করতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *