মেঘনা নদী থেকে সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ উদ্ধার

নিখোঁজের এক দিন পর মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা নদী থেকে উদ্ধার হলো জ্যেষ্ঠ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ। শুক্রবার (২২ আগস্ট) বিকেলে উপজেলার কলাগাছিয়া এলাকায় নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। সন্ধ্যায় পরিবারের সদস্যরা গিয়ে আনুষ্ঠানিকভাবে মরদেহ শনাক্ত করেন। এ ঘটনায় সাংবাদিক মহলসহ সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে।

পরিবার ও সহকর্মীরা জানিয়েছেন, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকাল ১০টার দিকে রাজধানীর সিদ্ধেশ্বরীর বাসা থেকে আজকের পত্রিকার কার্যালয়ের উদ্দেশ্যে রওনা দেন বিভুরঞ্জন সরকার। তবে এরপর থেকেই তার কোনো খোঁজ মেলেনি। দীর্ঘ সময় পরও বাড়ি না ফেরায় উদ্বিগ্ন পরিবার রাতেই রমনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। একদিন পর তার মরদেহ উদ্ধার হওয়ায় প্রশ্ন উঠছে- এটি কি দুর্ঘটনা, নাকি অন্য কোনো রহস্য লুকিয়ে আছে? পুলিশ বলছে, মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্ত প্রক্রিয়া শুরু করা হবে।

বিভুরঞ্জন সরকার দৈনিক আজকের পত্রিকা-এর জ্যেষ্ঠ সহকারী সম্পাদক পদে কর্মরত ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতায় যুক্ত থেকে নানা গুরুত্বপূর্ণ প্রতিবেদন করেছেন। সহকর্মীদের ভাষ্য, তিনি ছিলেন অত্যন্ত মেধাবী, নির্ভীক ও পেশাদার সাংবাদিক। তার এই আকস্মিক মৃত্যুতে সংবাদপত্র জগতে শোকের ছায়া নেমে এসেছে। পরিবার ও সহকর্মীরা দ্রুত মৃত্যুর রহস্য উদঘাটন এবং সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *